December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 30th, 2022, 1:10 pm

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ কোটি ৬৫ লাখ ছাড়ল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে ৬০ কোটি ৬৫ লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৪৬১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ৯১ হাজার ১২০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৬৭১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৯ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক কার্যালয়গুলোর পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকা এ পর্যন্ত ২০ কোটি ৯ লাখ এবং ১৫ কোটি এক লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে, এর পাশাপাশি যথাক্রমে ১৯ লাখ ৬৫ হাজার ৭৮৬ এবং ২৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে, প্রতিবেদন সিনহুয়া।

বিশ্বের অন্য দেশের তুলনায় এই দুটি দেশে আক্রান্ত ৭২ শতাংশের এবং মৃত্যুর ৭৫ শতাংশেরও বেশি।