অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের ৬০ কোটি ৮৭ লাখ ছাড়ল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৮৭ লাখ ৬৩৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৯৮ হাজার ৪৫৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ১২৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭২ হাজার ১২৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ৪০ হাজার ২৬৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৯১১ জনে।

আরও পড়ুন
হাদি হত্যার প্রতিবাদে শাহবাগ উত্তাল, শিক্ষার্থী-জনতার ঢল
দেশের পথে ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে
ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে দায় নিতে হবে: ফখরুল