অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৭ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৭ লাখ ৪৯ হাজার ১৩৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৭১৮ জন এবং মৃত্যুবরণ করেছে নয় লাখ ৫ হাজার ৫২১ জন।
রাশিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৭ লাখ ৮২ হাজার ৭৯১ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ২৯ হাজার ২৬৪ জন।
এদিকে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২২ লাখ ৭২ হাজার ১৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ দুই হাজার ৮৭৪ জন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে আরও একদল বাংলাদেশি
উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা-কামালের নির্দেশেই জুলাই-আগস্ট গণহত্যা: আইজিপি মামুন