বিশ্বজুড়ে করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের ২৩ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৭৮৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৮ লাখ ৬৫ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৪৫ লাখ ৬২ হাজার ২৫৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ১৬ হাজার ৪৭১ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১ হাজার ৩৯১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৯২০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫০ হাজার ৯৬৩ জনে।
–ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব
বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতাকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী
তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি