অনলাইন ডেস্ক :
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা ৫৪ লাখ ৩৫ হাজার ছাড়ালো।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৭৯ লাখ ৩১ হাজার ৫৫৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৪ লাখ ৩৫ হাজার ৭৫৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৫২৭ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ২৫ হাজার ৫৩৬ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৯ হাজার ৩৩৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৯১ হাজার ৮৩৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি ২২ লাখ ৯১ হাজার ৮৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ এক হাজার ৭৯১ জন পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৮০৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮১ হাজার ৮০ জনে।
আরও পড়ুন
নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পথে সুশীলা, করলেন মোদির প্রশংসা
মালয়েশিয়ায় দুইদিনে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক
কাতারে ইসরাইলের হামলা, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিন্দা