January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 1:14 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধির মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৮ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ২৯ লাখ ১১ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ ৮০ হাজার ৩৬৮ জন।

আমেরিকায় এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৮১ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৩৪ হাজার ৯৫১ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ২ হাজার ৫০৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১১ হাজার ২৩০ জন।

এদিকে ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮১ লাখ ৭৭ হাজার ৩৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ১৯৫ জনের।