January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 21st, 2022, 7:31 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধির মধ্যে বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৫৮ লাখ ৮৬ হাজার ৭৯৪ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে।

আমেরিকায় এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ১৩৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৩৫ হাজার ৩৩৫ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৫২৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ১০৯ জন।

এদিকে ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮২ লাখ ১৮ হাজার ১৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ৫৯২ জনের।