Monday, April 25th, 2022, 7:33 pm

বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৬২ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ৬০৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ১৭ হাজার ৮২১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯ লাখ ৮৪ হাজার ৯১৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯১ হাজার ২৫৪ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫৪৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২২ হাজার ১৯৩ জনে।