অনলাইন ডেস্ক :
২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় দুই হাজার ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ৬১ লাখ ৯৫ হাজার ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৩৪ লাখ ৯১ হাজার ৯২১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৯৫ হাজার ৫০৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ছয় লাখ ১২ হাজার ৭২১ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৮ হাজার ৫৫৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৩৯ হাজার ৯৭২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৪৩ জনে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড