অনলাইন ডেস্ক :
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৩৪ হাজার ৮৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৫৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার ৩১৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৯ হাজার ৯৮ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জনে।
তবে, ইন্দোনেশিয়ায় শুক্রবার সকাল পর্যন্ত গত ২৮ দিনে বিশ্বে সবচেয়ে বেশি ৪২ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৭৪ হাজার ১৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১ লাখ ১৩ হাজার ৬৬৪ জন।

আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি, মাছ ধরতে যাওয়া নিষেধ
তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে বন্ধ’ ঘোষণা ট্রাম্পের
জুলাই গণ-অভ্যুত্থান, আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনের মুক্তি শিগগিরই