অনলাইন ডেস্ক :
ওমিক্রন সংক্রমণের মধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৩ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৬৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৪৮ হাজার ৩০৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ১৪২ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৪৮ হাজার ৩৯৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ১৬ হাজার ১১৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৭২৪ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৭৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৪৯ হাজার ৪৩৭ জন।
আরও পড়ুন
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
ফকিরাপুলে গরম পানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে