অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা এখনো উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩৬ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ১২ হাজার ৮১০ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫১ লাখ ৩০ হাজার ৯৮৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ২৮ হাজার ১৯২ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ তিন হাজার ৮৫৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৯১২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪০ লাখ ৯৪ হাজার ৩৭৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ৪৫৪ জনে।
আরও পড়ুন
ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান
লাগামহীন বক্তব্য, ফজলুর রহমানকে বিএনপির শোকজ
রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ