Sunday, February 13th, 2022, 1:03 pm

বিশ্বে করোনা আক্রান্ত ৪১ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট ক্রমাগত বৃদ্ধির মাঝে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ২৪ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ ৯ হাজার ১৭১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭৬ লাখ ৫২ হাজার ১৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ১৮ হাজার ৪৫১ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৫৪৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ সাত হাজার ৯৮১ জন।