January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:22 pm

বিশ্বে করোনা সংক্রমণ ৪২ কোটি ৫৭ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধির মধ্যে করোনায় আক্রান্তে সংখ্যা ৪২ কোটি ৫৭ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনায় মৃত্যুর সংখ্যা ৫৮ লাখ ৯৩ হাজার ৮২১ জনে পৌঁছেছে এবং আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে।

আমেরিকায় এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৫ লাখ ২৬ হাজার ২৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৩৫ হাজার ৯৫১ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৫২৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ১০৯ জন।

এদিকে ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৪৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ৯১৮ জনের।