অনলাইন ডেস্ক :
বিশ্বে ৪৩ টি দেশের ৪ কোটিরও বেশি মানুষ দুর্ভিক্ষের কিনারে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা। এর মধ্যে ৪ টি দেশের ৬ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। করোনার কারণে এই পরিস্থিতি আরো আশঙ্কাজনক হয়ে উঠেছে। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে অসতর্কতার কারণে কয়েক দশক বিরতির পর ২০১৬ সাল থেকে আবারো বিশ্বে জুড়ে ক্ষুধা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশ্বের প্রায় ৬৯ কোটি মানুষ প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। এদিকে মৌলিক খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবছর খাদ্য নিরাপত্তাকে আরো নাজুক করে তুলেছে। খাদ্যের অভাবে বিশ্বে মারা যাওয়া মানুষের সংখ্যার ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। দেশগুলোকে সহায়তার জন্য দ্রুত ৬শ কোটি ডলারের তহবিলের চাহিদা জানানো হয়েছে।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০