অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ১৫ লাখ অতিক্রম করেছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ১৬৯ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৭৭ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯২ হাজার ৩১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯২৩ জনে।

আরও পড়ুন
ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র, দেশজুড়ে বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
ইরানে বিক্ষোভে-সহিংসতায় আরও ২ নিহত, ২৫ প্রদেশে ছড়িয়েছে প্রতিবাদ