Tuesday, December 30th, 2025, 2:59 pm

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

 

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, যা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলো।

বার্তা সংস্থা রয়টার্স খালেদা জিয়ার মৃত্যুসংবাদ প্রকাশ করে শিরোনাম দিয়েছে— ‘Khaleda Zia, Bangladesh’s first female prime minister, dies at 80’।

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের পর তিনি ক্ষমতায় না থাকলেও খালেদা জিয়া ও তার দল বিএনপির প্রতি বিপুল জনসমর্থন রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি এগিয়ে রয়েছে বলেও উল্লেখ করেছে রয়টার্স।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে— ‘Bangladesh’s first female prime minister Khaleda Zia dies aged 80’।

খবরে ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতায় আসা, বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকা তুলে ধরা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে শোকার্ত মানুষের ভিড় ও পুলিশি নিরাপত্তার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন খালেদা জিয়াকে শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে শিরোনাম দিয়েছে—
‘Khaleda Zia, former Bangladeshi prime minister and Hasina’s main rival, dies at 80’।

প্রতিবেদনে সামরিক শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অবস্থান, শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব এবং তার শারীরিক অসুস্থতার বিষয়গুলো তুলে ধরা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়—‘Khaleda Zia, former Bangladesh PM and BNP chief, dies at 80’।

তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত্যুর আগে টানা ৩৬ দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তাও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়।

সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন শিরোনাম করেছে— ‘Khaleda Zia, Bangladesh’s first woman PM, dies after long illness’।

বিএনপির বিবৃতি উদ্ধৃত করে বলা হয়, মঙ্গলবার ফজরের নামাজের পর সকাল ৬টায় তার মৃত্যু হয়। দ্য ডনের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ১৯৪৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত খালেদা জিয়ার জীবনভিত্তিক একটি ফটো স্টোরিও প্রকাশ করা হয়েছে।

ফ্রান্স টুয়েন্টি ফোর এএফপির বরাতে খালেদা জিয়ার মৃত্যুকে উল্লেখ করেছে— ‘Death of former PM Khaleda Zia marks end of an era in Bangladesh’।

প্রতিবেদনে বলা হয়, অসুস্থতা সত্ত্বেও আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সংকল্প ছিল তার। পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথাও উঠে আসে।

ফ্রান্স টুয়েন্টি ফোরের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০০৮ সালের পর এই প্রথম দেশে ফিরেছেন খালেদা জিয়ার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এনএনবাংলা/