October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 2:50 pm

বিশ্ব ডাক দিবস আজ

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিনটি উদযাপনের মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের ভূমিকা তুলে ধরা হয়।

দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ডাক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে।

এর আগে বুধবার (৮ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

প্রথম দিন (৯ অক্টোবর): সকাল ৮টায় শোভাযাত্রা ও সকাল ১০টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক একটি সেমিনার হবে।

দ্বিতীয় দিন (১০ অক্টোবর): সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

এনএনবাংলা/