January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 8:38 pm

বিষপ্রয়োগে অধর্শত ঘুঘু হত্যার অভিযোগ!

চাঁদপুরের হাইমচরে আমন ধানের মাঠে বিষ প্রয়োগে প্রায় অধর্শত ঘুঘু পাখি হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার চরপোড়ামুখী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা মো. আলী উকিলের আমন ধানের বীজতলায় পাখি মৃত্যুর ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার বলেন, ‘কে বা কারা এ বেআইনী ও নিকৃষ্ট কাজটি করেছে তা আমরা তদন্ত করছি।’

তিনি আরও বলেন, বুধকাল বিকালে চরপোড়ামুখী গ্রামের কৃষক মো. আলী উকিলের আমন ধানের বীজতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। কৃষক আলী উকিল জানান এ কাজ কে করেছে তিনি তা জানেন না।

কৃষি অফিসার আরও বলেন, পাখি হত্যা অপরাধ এবং এটা পরিবেশের জন্যও মারাত্মক হুমকির কারণ। এটা একটি অমানবিক কাজও। এলাকার মানুষকে বুঝিয়েছি। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

তিনি বলেন, এর আগে গত ফেব্রুয়ারি মাসে হাইমচরে শতাধিক ঘুঘু পাখিকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল। তখন আমরা অপরাধী কৃষক স্বপন দেওয়ানকে দুই হাজার টাকা জরিমানা করেছি।

—ইউএনবি