January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 13th, 2021, 5:56 pm

বিষাক্ত ধোঁয়া ঢেকে ফেলেছে দিল্লিকে

অনলাইন ডেস্ক :

তাপমাত্রা ও বাতাসের গতি কমে যাওয়া ভারতের রাজধানী দিল্লির বাতাসের পরিস্থিতির অবনতি হয়েছে। বিষাক্ত ধোঁয়া ভারী কুয়াশার মতো ছেয়ে গেছে পুরো নগরী। বাতাসের মান সূচক ৪৭০ থেকে বেড়ে ৫০০ হয়েছে। গত শুক্রবার দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এ তথ্য জানিয়েছে। বোর্ড জানিয়েছে, বাতাসে দূষণের যে পরিস্থিতি বিরাজ করছে তাতে স্বাস্থ্যবান মানুষের ওপর প্রভাব পড়তে পারে এবং বর্তমানে যারা অসুস্থ আছে তাদের ওপর প্রভাবের মাত্রা গুরুতর হতে পারে। আগামী ৪৮ ঘণ্টা দূষণের মাত্রা চরম থাকতে পারে। তাই স্থানীয় কর্তৃপক্ষকে স্কুল বন্ধ ঘোষণা, যান চলাচলে নাম্বার প্লেটের ভিত্তিতে জোড়-বেজোড় সংখ্যা বিধিনিষেধ আরোপ এবং সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। গত শুক্রবার জারি করা এক পরিপত্রে বোর্ড জানিয়েছে, সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে ব্যক্তিগত পরিবহন ব্যবস্থা ৩০ শতাংশ কমিয়ে দেওয়া প্রয়োজন। এ ছাড়া নগরীর বাসিন্দাদের বাড়ির বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গত সপ্তাহে দীপাবলী উৎসবের পর দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (বাতাসের মান সূচক) ৪৬২ এ নেমে এসেছিল। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর ৯২টি জায়গায় নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি বাতাসে ধূলিকণা কমানোর জন্য শহরজুড়ে পানি স্প্রে করে ১১৪টি ট্যাংকার।