January 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 27th, 2025, 2:36 pm

বিসিবির নতুন কাঠামোতে কোন আম্পায়ারের বেতন কত?

অনলাইন ডেস্ক:
বিপিএলের মাঝপথেই দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তার সুবাদে দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার এখন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারের বেতন এখন ২ লাখ টাকা। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ারসহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার ওপরে এ প্লাস ক্যাটাগরিতে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যার বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা।

এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ। পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০ হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা। এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।

** এলিট ক্যাটাগরিতে আম্পায়ারদের বেতন ব্যাক্তিভেদে ৫৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা

এছাড়া আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা। এরই সঙ্গে নারী আম্পায়ারদের ৪ জন ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।