বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দীর্ঘ মেয়াদে বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না আমিনুল ইসলাম বুলবুলের।
তবে এখন মত বদলালেন তিনি। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অবকাঠামো ও সুবিধা-অসুবিধা ঘুরে দেখেন বুলবুল। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, দেশের প্রয়োজনে তিনি বিসিবিতে আরও কাজ চালিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমি দেশের জন্য ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’
আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে প্রসঙ্গে বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নয়, পরিচালকদের নির্বাচন হয়। সেটিই মূল লক্ষ্য এবং আমি সেখানে থাকার চেষ্টা করব।’
আইসিসিতে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা নিয়েই দেশের ক্রিকেটে যুক্ত হন বুলবুল। তবে বিসিবিতে দায়িত্ব নিয়েছিলেন মূলত অস্থায়ীভাবে।
কয়েক দফায় তিনি নিজেই জানিয়েছিলেন, সীমিত সময়ের জন্য বোর্ডে আসা তার উদ্দেশ্য ছিল। কিন্তু গত কয়েক মাসে কাজ করার পর সেই ভাবনায় পরিবর্তন এসেছে।
এমনকি গত ২৮ আগস্ট বিসিবি সভাপতি থাকাকালীন এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে।
তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা… আমি হঠাৎ করে এখানে এসেছি এবং দায়িত্ব নিয়েছি। আমার স্থায়ী সবকিছু ছিল (আইসিসিতে), সেগুলো ছেড়ে দেশের জন্য এসেছি। যতদিন সম্ভব কাজ করব। ভবিষ্যতের ব্যাপারটা আমার হাতে নেই।’
এনএনবাংলা/
আরও পড়ুন
ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা
বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অনুপ্রেরণা দিলেন মুশফিক
আমাদের যেটা প্রাপ্য, সেটা ঘুষ দিয়ে পেতে হয়: তাসনিম জারা