October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 6:18 pm

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি বিসিবির পরিচালক পদের জন্যও প্রার্থী হবেন।

কণ্ঠশিল্পী হিসেবে সমধিক পরিচিত হলেও আসিফ আকবর একসময় ছিলেন ক্রিকেটার। নব্বই দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাস ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। স্কুলজীবন থেকেই তিনি কুমিল্লা লীগের ক্রিকেটে অংশ নিয়েছেন। কুমিল্লা জিলা স্কুলে নির্মাণ স্কুল ক্রিকেট এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্তঃকলেজ ক্রিকেটে তিনি অধিনায়কত্ব করেছেন।

খেলা ছেড়ে দেওয়ার পরও গানকে বেছে নিলেও মাঠের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি।

যুক্তরাষ্ট্রে থাকা আসিফ আকবর জানিয়েছেন, “কুমিল্লার খেলাধুলার এক সময় দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের জবরদস্তি ছিল। অথচ ঢাকা এত কাছে থাকা সত্ত্বেও আমরা তা হারিয়েছি। কুমিল্লায় গত ছয় বছর ধরে ক্রিকেট লীগ অনুষ্ঠিত হচ্ছে না — এটা ভাবলেই কষ্ট হয়। বিসিবির পরিচালক হলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আবার সঠিক অবস্থানে ফিরিয়ে আনা, যাতে জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।”

অনেক জেলা ও বিভাগের নির্বাচিত বিসিবি পরিচালকরা নিজের এলাকার ক্রিকেট উন্নয়নে কম মনোযোগ দেন। এ বিষয়ে আসিফ ব্যতিক্রম হতে চান।

তিনি বলেন, “কুমিল্লার ছেলেমেয়েরা এখন মাঠের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। মাদক একটি ভয়ংকর সমস্যা, কিশোর গ্যাং গড়ে উঠেছে। এর একটি বড় কারণ হলো, আমাদের বাচ্চাদের মাঠমুখী করার সুযোগ নেই। আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ফুটবল ক্লাবকে, অথচ নিজের সন্তানদের জন্য জায়গা তৈরি করি না। আমি চেষ্টা করব মাঠে খেলাধুলা ফিরিয়ে আনতে এবং কুমিল্লার ক্রিকেট ও তরুণ সমাজের জন্য পদক্ষেপ নিতে।”

আসিফ আকবরের লক্ষ্য শুধু কুমিল্লা নয়, বিসিবির পরিচালক হিসেবে চট্টগ্রাম বিভাগের সব জেলার ক্রিকেটে অবদান রাখা। তিনি জানান, “কুমিল্লা ছাড়াও নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া — পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার অভাব নেই। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলার ক্রিকেটের জন্য নতুন কিছু করার সুযোগ রয়েছে।”

নিজে কাউন্সিলর হওয়ার আগ্রহ না থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ। তিনি বলেন, “ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি সবসময়ই একটা আবেগ কাজ করে। নিজে খেলেছি, খেলাটাকে ভালোবাসি — হয়তো তাই। কাউন্সিলর হওয়ার বা বিসিবির নির্বাচন করার আগ্রহ আগে ছিল না। এবার কুমিল্লার সংগঠক ও খেলোয়াড়দের অনুরোধে আমি দায়িত্ব গ্রহণ করেছি, আর নির্বাচনে অংশ নিচ্ছি।”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন আসিফ আকবর। তিনি জানান, “এখানে আমার টানা ১৪টি শো আছে। এর মধ্যে দুটি হয়ে গেছে, বাকি ১২টি এখনো আছে। গান আমার পেশা, এটি ছাড়াই চলবে না। তাই এখান থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার পরিকল্পনা করেছি। কাউন্সিলরদের সঙ্গে ইতোমধ্যে কথাও শুরু করেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন।

জানা গেছে, আজ বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং আগামীকাল তা জমা দিতে হবে।

 

এনএনবাংলা/