অনলাইন ডেস্ক :
দীর্ঘ ৮ মাস বিরতির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নবম সভা হয় গত ১২ ফেব্রুয়ারি। তবে দশম সভায় এ জন্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। এক মাসের কম সময়ের মধ্যে আগামীকাল শনিবার- অর্থাৎ ৯ মার্চ বসতে যাচ্ছে আরো একটি বৈঠক। যেখানে মূল এজেন্ডা থাকবে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় বোর্ডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম। প্রায় ২০ মাস পর আরেকটি এজিএম অনুষ্ঠিত হচ্ছে। বিসিবির সর্বশেষ বার্ষিক সাধারণ সভা হয়েছিল ২০২২ সালের জুনে।
বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় শুরু হবে নবম বোর্ড সভা। যেখানে এজিএম ছাড়াও পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে সভায় কথা বলবেন বোর্ড পরিচালকরা। এজেন্ডায় থাকবে সদ্যঃসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়-ব্যয়ের হিসাব, চলতি বছর ঘরের মাঠে বসতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাশাপাশি বোর্ডের নিয়মিত কার্যক্রম নিয়ে আলোচনা হবে এই সভায়। এর বাইরে আবার আলোচনা হতে পারে ভারত বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে তৈরি হওয়া বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন প্রতিবেদন নিয়ে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর