January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 19th, 2023, 7:37 pm

বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর

অনলাইন ডেস্ক :

গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর জাতীয় দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে সকল বিষয়ে তদারকির মাধ্যমে মেলবন্ধনের জন্য একজন হেড অব প্রোগ্রামস নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সেটাই করে দেখালো বিসিবি। অস্ট্রেলিয়ার ডেভিড মুরকে হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই বছরের জন্য ডেভিড মুরকে হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সময়ে তিনি বাংলা টাইগার্স, এইচপির প্রোগ্রামগুলোর পরিকল্পনা, কৌশল প্রণয়নে কাজ বাস্তাবায়ন করবেন। এ ছাড়া তিনি স্থানীয় কোচদের মানোন্নয়ন কর্মসূচীও তদারকি করবেন।’ ডেভিড মুর বর্তমানে নিউ সাউথ ওয়েলসে ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। এছাড়াও প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০০৭ সালে সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন মুর। এরপর বারমুডার কোচও হিসেবেও কাজ করেছেন। এর আগে ২০০২-০৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সিলেন্সের সিনিয়র কোচ ছিলেন মুর।