ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে শক্তিশালী বিস্ফোরণে তিনতলা ভবন ধসে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন৷ শুক্রবার ভোরে রাজ্যের রাজধানী পাটনা থেকে ২৫০ কিলোমিটার দূরে ভাগলপুর শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভাগলপুর জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেছেন, মহেন্দ্র মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। তিনি তার ভবনের সামনে একটি অবৈধ আতশবাজি কারখানা চালাচ্ছিলেন।
তিনি স্থানীয় গণমাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসন এখনও মৃতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সুব্রত কুমার সেন।
এদিকে এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলে শুক্রবার সকালে উদ্ধার অভিযানের খবর নিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও