জেলা প্রতিনিধি, সিলেট:
বিয়ানীবাজার থেকেঃসিলেটের বিয়ানীবাজারের ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে চার চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতা, মাথিউরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম বাবুল, তিলপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিবেকানন্দ দাস এবং লাউতা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌছ উদ্দিন।
সিলেট জেলা আওয়ামীলীগ থেকে উল্লেখিতদের বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত