January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 7:55 pm

বিয়ার গ্রিলসের অতিথি এবার প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

ভ্রমণ ও অ্যাডভেঞ্চার জগতের তারকা বিয়ার গ্রিলস। তার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি দেখেননি এমন দর্শক কমই আছেন। তিনি বিশ্বের সব জায়গায়তে ভ্রমণ করেছেন। বিয়ার তার অনুষ্ঠানে বিভিন্ন তারকাকে নিয়ে আসেন বাড়তি চমক হিসেবে। তাদের নিয়ে যান গহীন জঙ্গলে, নদীতে। ভারতের অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, রণবীর সিং, ভিকি কৌশলকে দেখা গেছে তার অতিথি হিসেবে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি পর্ব করেছেন তিনি। সম্প্রতি বিয়ার জানান, তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরবর্তী একটি অ্যাডভেঞ্চার ভ্রমণ করতে চান। শিগগিরই এর শুটিং শুরু হবে। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রিলস জানান, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকে নিয়ে একটি পর্ব করেছেন তিনি। বলেন, ‘তার স্বামীকে একবার ভ্রমণে নিয়ে গিয়েছিলাম এবং জেনেছি তখন তিনি একজন দুর্দান্ত মানুষ। এখন মানুষ প্রিয়াঙ্কার গল্প শুনতেও পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’ রণভীরের সঙ্গে একটি পর্ব করে খুবই খুশি গ্রিলস। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘জীবন মানেই আমাদের নিজের আসল উদ্দেশ্য খুঁজে বের করা এবং সাহস ও কৃতজ্ঞতার সঙ্গে বেঁচে থাকা। এই গুণগুলো রণভীরের মাঝে উজ্জ্বল।’