অনলাইন ডেস্ক :
ব্যবসায়ী প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়তে যাচ্ছেন ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। বিয়ের বাকি আর মাত্র ৫ দিন। এদিকে বিয়ের আগেই হাসপাতালে যেতে হলো ‘পবিত্র রিশতা’ খ্যাত এ অভিনেত্রীকে। গত ৭ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি করা হয় অঙ্কিতাকে। জানা যায়, অভিনেত্রী পা মচকে গিয়ে চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেয়া হয়েছে। তবে একেবারে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অঙ্কিতা-ভিকির বিয়ের প্রস্তুতি একেবারে চূড়ান্ত। যখন তারা আমন্ত্রণপত্র পাঠাতে ব্যস্ত, ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘদিন লিভ ইনে ছিলেন। পরে সে সম্পর্ক ভেঙে যায়।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত