January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 15th, 2021, 12:58 pm

বিয়ের আশ্বাসে ‘ধর্ষণ’: সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

নেত্রকোণায় বিয়ের আশ্বাস দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারের পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দরুনবালী বাজার থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সোহরাব কাইলাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সদর উপজেলার দরুনবালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা মঙ্গলবার জানান, সদর উপজেলায় দুই সন্তানের জননী ভুক্তভোগীর প্রথম স্বামী দীর্ঘদিন আগে মারা যায়। পরে আবার বিয়ে করার পর এই স্বামীও তাকে ছেড়ে চলে যায়। এ অবস্থায় তার সাথে পার্শ্ববর্তী সাবেক এই ইউপি চেয়ারম্যান সোহরাব বিয়ের কথা বলে দীর্ঘদিন যাবৎ দৈহিক সম্পর্ক গড়ে তুলে। পরে ভুক্তভোগী কয়েকদিন আগে বিয়ের কথা বললে চেয়ারম্যান অস্বীকার করে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মডেল থানায় একটি ধর্ষণ মামলা করে।

নাজমুল হুদা জানান, মামলার পর অভিযান চালিয়ে সদর উপজেলার মৌজেবালী বাজার থেকে সোমবার গভীর রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আমলী আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

–ইউএনবি