January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 7:36 pm

বিয়ে করছেন সুনীলকন্যা আথিয়া শেঠি

অনলাইন ডেস্ক :

আগামী বছরের শুরুতে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেতা সুনীল শেঠির কন্যা, অভিনেত্রী আথিয়া শেঠি। তারকা এ জুটির বিয়ের গুঞ্জনের মধ্যে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। তারিখ ও বিয়ের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তিন বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন রাহুল-আথিয়া। রাহুলের সঙ্গে বেশ কয়েকটি দেশে ঘুরতে দেখা গেছে আথিয়াকে। সামনে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব চলচ্চিত্রে দেখা যাবে আথিয়াকে। ২০১৫ সালে ‘হিরো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে তার; পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।