অনলাইন ডেস্ক :
নোবেল পুরস্কার বিজয়ী ও নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন।
২৪ বছর বয়সী মানবাধিকার কর্মী মালালা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিককে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। মঙ্গলবার স্বামী এবং তার পরিবারের সাথে বিয়ের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছেন মালালা।
টুইটারে তিনি লিখেন, ‘আজকের দিনটি আমার জীবনের জন্য একটি মহামূল্যবান দিন। আসার এবং আমি সারা জীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমাদের পরিবারের সদস্যদের সাথে ছোট পরিসরে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন, বাকি জীবন আমরা একসাথে কাটাতে চাই।’
নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে তালেবান জঙ্গিরা তাকে গুলি করে। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে মালালা ইউসুফজাই ভারতের কৈলাস সত্যার্থীর সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছেন।
তিনি ২০২০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। তার স্বামী মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডে হাই পারফরম্যান্সের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন