শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিবিএ সমাপনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট ২০২৫ বুধবার সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তাদের বিবিএ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীরা সেখানে নাচ,গান ও রঙ খেলে তাদের এই দিনটি উদযাপন করে।
এসময়, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো মিজানুর রহমান বলেন, প্রথমবারের মত আমরা স্থায়ী ক্যাম্পাসের জায়গায় নিজেদের বিবিএ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করলাম। এতদিন নিজেদের জায়গা না থাকায় এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আমাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হতো। আমরা কখনো নিজেদের জায়গায় ক্লাস পর্যন্ত করতে পারিনি কিন্তু এবার আমরা নিঃসংকোচে নিজেদের আয়োজন উপভোগ করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সামনের সকল অনুষ্ঠান আমরা এখানেই অয়োজন করবো।
ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের আরেক শিক্ষার্থী জেসমিন পারভিন বলেন, আমরা যখন আমাদের স্থায়ী ক্যাম্পাসের মাটিতে পা রাখলাম আমরা এক অন্য রকম অনুভুতি অনুভব করলাম, কারণ আমাদের জীবনের এক বিশেষ দিন ছিল আজ। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডিপিপির অনুমোদন দিয়ে স্থায়ী ক্যাম্পাসের স্বীকৃতি দেয়ার জন্য।
ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার বলেন, দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঠিকানা পেয়েছে। এই শিক্ষার্থীরা তাদের নিজের জায়গায় একাডেমিক ক্লাস-পরীক্ষার সুযোগ হয় নি কিন্তু তাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান নিজের ক্যাম্পাসে উদযাপন করতে পারছে এতে শিক্ষার্থীদের চোখে মুখে যেই উল্লাস ও আনন্দ দেখছি এটা শিক্ষক হিসেবে আমার খুব ভালো লাগছে। সরকারের কাছে বিনীত অনুরোধ যেন দ্রুত ক্যাম্পাস প্রতিষ্ঠা করে আমাদের সকিল শিক্ষার্থীদের নিজের জায়গায় শিক্ষা সম্প্রসারণের সুযোগ করে দেয়।
এসময়, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার সহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম. রওশন আলম
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন
ঢাবির পাঁচ ভবনের গেটে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, পাঁচ নিরাপত্তা প্রহরী বরখাস্ত
পর্তুগিজ রাজবংশের আগমন ও লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে ডিআইইউ এর কৌশলগত চুক্তি অনুষ্ঠিত
আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরছেন প্রাথমিক শিক্ষকরা