অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন নায়িকা। এবার তাকে নিয়ে গেলেন সমুদ্র দর্শনে। সন্তানকে প্রথমবারের মতো মুখোমুখি করালেন জলরাশির অপূর্ব সৌন্দর্যে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছেন সমুদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন এই নায়িকা। ক্যাপশনে বুবলী জানিয়ে দিয়েছেন, ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ।’
এদিকে চিত্রনায়ক শাকিব খান দেশে নেই। ওমরাহ পালনে উদ্দেশ্যে সৌদি আরবে আছেন তিনি। গত ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত