December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 5:32 pm

বীরগঞ্জে ভুয়া কাগজপত্র দেখিয়ে কবরস্থান দখলচেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন

 

পবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় করিমপুর দর্গাডাঙ্গা কবরস্থান রক্ষায় বড় করিমপুর ও জোতরঘু এলাকাবাসী মানববন্ধন করে দখলচেষ্টার প্রতিবাদ জানিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বড় করিমপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, কবরস্থানের একাংশ দখলে নিতে কিছু ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে দেয়া রায় নিয়ে কবরস্থানটি দখলের পায়তারা করছে কতিপয় ব্যক্তিরা।

এলাকাবাসী আরও জানান, অনাদিকাল ধরে ব্যবহৃত হয়ে আসা কবরস্থানটির বিষয় আদালত আমলে না নিয়ে অযৌক্তিক রায় প্রদান করেছে যা ধর্মীয় অনুভূতি ও চর্চাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা এলাকাবাসীরা বিবেকবান আদালতের কাছে এমনটা প্রত্যাশা করিনা। এই রায়ের পর এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কবরস্থান দখলের উদ্যোগকে “মৃতদের প্রতি অবমাননা” উল্লেখ করে তারা বলেন, এ পবিত্র স্থানে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতি বা দখলদারিত্ব বরদাশত করা হবে না।

মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, কবরস্থান রক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। তারা আরও জানান, কয়েক প্রজন্ম ধরে ব্যবহৃত এই কবরস্থান এলাকার মানুষের অনুভূতির গুরুত্বপূর্ণ অংশ এবং এটি রক্ষায় প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে নামা হবে।

আয়োজকরা বলেন, “মৃতদের সম্মান রক্ষা কর, কবরস্থান দখলকারীর প্রচেষ্টাকে প্রতিহত কর”—এই স্লোগানকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন।

এলাকাবাসী প্রশাসনের কাছে দখলচেষ্টা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এনএনবাংলা/