কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
১৯৫৫ সালে ড. নূর উদ্দীন খান ও মিকমাল আক্তার খানমের ঘরে জন্ম নেওয়া সবার ছোট ছেলে নাজিম উদ্দীন ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে অবসরে যান।
ব্যক্তি জীবনে নাজিম উদ্দীন ৪ কন্যা সন্তানের পিতা। যার মধ্যে বড় মেয়ে ড. শাহরিন জাহান বিসিএস. লাইভস্টক ক্যাডার হিসেবে কর্মরত রয়েছে। দ্বিতীয় মেয়ে তানজিন জাহান তিথি বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। তৃতীয় মেয়ে ড. সেমিম জাহান অর্থী ও সবার ছোট মেয়ে ফাবলিহা খান রাইদাহ্ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত। নাজিম উদ্দীন খানের বড় ভাই অ্যাডভোকেট শোয়েব উদ্দীন খানও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ২ জন নাতি ও ৩ জন নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন।
মঙ্গলবার বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অব অনার প্রদাণ করা হয়।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
আরও পড়ুন
দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার
কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা- খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জু
রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত