মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে আনা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেলোয়ার হোসেন সাঈদী রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
কাশিমপুর কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়।
পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউয়ে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সাঈদী এখন হাসপাতালে চিকিৎসাধীন।
—-ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর
বিএনপির ‘বিদ্রোহীরা’ প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান