অনলাইন ডেস্ক :
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত’র বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। একটি বাড়ি, যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পরিবারের বসবাস। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেখানে চলে উৎসবের আয়োজন। সেই আয়োজনে সবার দৃষ্টি এড়িয়ে অদ্ভুত এক লোক ঢুকে পড়ে বাড়িতে। তারপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। এমন গল্পে নির্মিত এই বিশেষ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ এবং শিশুশিল্পী তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা, স্বৌজঃ সায়ন্তন প্রমুখ। নাটকটির রচয়িতা শাওন কৈরি এবং পরিচালক মো. তোফায়েল সরকার। দুরন্ত’র বুদ্ধপূর্ণিমার বিশেষ আয়োজনে ‘হৈ হৈ হল্লা’ নাটকটি দেখা যাবে ১৫ মে দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব