গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কনশেনস জাহাজটি আগামীকাল বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শহিদুল আলম জানান, তারা বর্তমানে ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন। এই অঞ্চলেই সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহরের জাহাজগুলোকে আটক করে এবং বেশ কয়েকজন অধিকারকর্মীকে গ্রেপ্তার করে।
তিনি লিখেছেন, ‘আমরা নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে আছি। কারণ, থাউজেন্ড ম্যাডলিনস নৌবহরের ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে যায়, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা অপেক্ষা করছি। এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ।’
শহিদুল আলম আরও জানান, ‘আমরা সুমুদ ফ্লোটিলা নৌবহরের তুলনায় দ্রুত এগোচ্ছি। ওই নৌবহর প্রবল বাতাস ও ঝড়ের কারণে কিছু সময়ের জন্য থেমে ছিল। বর্তমানে থাউজেন্ড ম্যাডলিনস নৌযানগুলো আমাদের সমান গতিতে চলছে।’
উল্লেখ্য, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে কনশেনসসহ বিভিন্ন জাহাজ গাজার অবরুদ্ধ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭০০ জন
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ