নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। তিনি ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে।
এ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘রুম নম্বর ২০১১’ সিনেমা। এর পুরো গল্পটিই আবরার ফাহাদকে নিয়ে। আবরার হত্যাকাণ্ডটি সেসময় সারা দেশের মানুষকে নাড়া দিয়েছিল, মর্মাহত করেছিল।
‘রুম নম্বর ২০১১’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার দল। সিনেমাটি পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় এসেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
জিসান আহমেদ গণমাধ্যমকে জানান, ‘রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয়। আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি। ‘রুম নাম্বার ২০১১’ সিনেমাটি সরাসরি বায়োপিক নয়। আর এটির চিত্রনাট্য লিখেছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত বিভাগের শিক্ষক আনন জামান।
আসছে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘রুম নাম্বার ২০১১’র মুক্তি উপলক্ষে প্রিমিয়ার শো হচ্ছে। প্রথম শোতে উপস্থিত থাকবেন, শহীদ আবরার ফাহাদের পরিবার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্যার।
পাশাপাশি বিভিন্ন মিডিয়া, বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও ‘রুম নাম্বার ২০১১’র শিল্পী-কুশীলবরাও প্রিয়ার শোতে উপস্থিত থাকবেন। এরপর সিনেমাটির প্রদর্শনী হবে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্বাবিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রেও এটি দেখানো হবে।
আরও পড়ুন
শীতে ভিটামিন সি’র ঘাটতি মেটাতে যেসব ফল খাবেন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ