November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 8:40 pm

বুয়েনস আইরেস ও ডাবলিনে নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ

 

বাংলাদেশ এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নতুন দূতাবাস খুলতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এ দুটি নতুন মিশন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত ২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় ডাবলিন (আয়ারল্যান্ড), অসলো (নরওয়ে), বুয়েনস আইরেস (আর্জেন্টিনা), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) ও সাও পাওলো (ব্রাজিল)— এই পাঁচ শহরে নতুন কূটনৈতিক মিশন স্থাপনের প্রস্তাব পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে নতুন মিশন স্থাপন বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, বহুমাত্রিক পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং গ্লোবাল সাউথে দৃশ্যমানতা বাড়াতে সহায়তা করবে।

উদাহরণ হিসেবে বলা হয়, প্রযুক্তিনির্ভর ও শিক্ষাবান্ধব দেশ আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপন করলে আইটি, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় প্রবেশাধিকার বাড়বে। অন্যদিকে, আর্জেন্টিনার মতো আঞ্চলিক শক্তির দেশে দূতাবাস স্থাপন বাংলাদেশের রপ্তানি প্রবেশ, কৃষি সহযোগিতা ও বাণিজ্যিক যোগাযোগ জোরদার করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থায়ী কূটনৈতিক মিশন কোনো অঞ্চলে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রভাব ও প্রবাসীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্বাগতিক দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বার্থ কার্যকরভাবে প্রতিফলিত করা সম্ভব হয়।

বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশ ৮৪টি কূটনৈতিক মিশন পরিচালনা করছে। নতুন মিশনগুলো চালু হলে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।

এনএনবাংলা/