অনলাইন ডেস্ক :
বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতরা সবাই ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের। তারা প্রার্থনার জন্য উপাসনালয়ে একত্র হয়েছিল। বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গির্জার এক কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ায় জানায়নি।
তবে স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জানিয়েছেন, হামলার পরপরই ১২ জন নিহত হয়। তিনজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। জিন-পিয়েরে বেদনাদায়ক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘যারা মারা গেছে ও আহত হয়েছে তাদের জন্য প্রার্থনা করতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।’ বুরকিনা ফাসোয় গত তিন বছরে গির্জাগুলোকে লক্ষ্যবস্তু করা ও উপাসককে হত্যার ঘটনাও ঘটেছে। চলতি মাসের শুরুতে দেশটির সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলেছিলেন, সন্ত্রাসী কার্যকলাপ রুখে দিতে প্রয়োজনে তাঁর দেশে রাশিয়ান সেনা মোতায়েন করা হতে পারে। সূত্র : বিবিসি, আলজাজিরা
আরও পড়ুন
বাংলাদেশিদের নতুন ধরনের গোল্ডেন ভিসা দিবে আমিরাত
মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে মানুষ
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি