অনলাইন ডেস্ক :
বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে বন্দুকধারীদের হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। খবর এমফপির পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার সকালে ডোরি অঞ্চলের রিপাবলিক নিরাপত্তা কোম্পানির কর্মকর্তাদের একটি স্কোয়াড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় তারা সেনো প্রদেশের ডোরি-ইসাকান সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল। পুলিশ জানায়, সাত পুলিশ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। এতে অপর পাঁচজন আহত হন। তাদের ডোরি আঞ্চলিক হাসপাতাল কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে বুরকিনা ফাসোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন
রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হবে বলে আশাবাদী ট্রাম্প
ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৮০
মার্কিন চাপে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে কানাডা