রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে দুটি বুলডোজার নিয়ে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এর ফলে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে হঠাৎ করেই দুটি বুলডোজারের উপস্থিতি দেখা যায়। এর আগেই দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বুলডোজারসহ বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের পিছু হটিয়ে দেন। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচনের আগে ফাঁসির রায় কার্যকরের দাবি সারজিস আলমের
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড