স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঢাকার মহাখালী বিসিপিএসএ প্রতিষ্ঠানে রবিবার সকালে বুস্টার টিকার কার্যক্রম শুরু করা হবে।’
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, ‘শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনার ব্যক্তিরা এই বুস্টার ডোজের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়তে থাকবে।’
এসময় অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী
সমন্বয়কদের চাঁদাবাজির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি: মির্জা ফখরুল