January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 11th, 2022, 1:50 pm

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত বিল গেটস

অনলাইন ডেস্ক :

করোনা আক্রান্ত হয়েছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার এক টুইট বার্তায় গেটস বলেছেন, তিনি হালকা লক্ষণ অনুভব করছেন। এবং সুস্থ না হওয়া পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

গেটস লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে ভ্যাকসিনের বুস্টার ডোজ এবং দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।’

প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের অধিকারী সিয়াটল-ভিত্তিক বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রাইভেট ফাউন্ডেশন।

মহামারি নিয়ন্ত্রণ, বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন এবং ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিতে সোচ্চার ছিলেন বিল গেটস।

অক্টোবরে গেটস ফাউন্ডেশন জানিয়েছে, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ওষুধ প্রস্তুতকারক মার্কের অ্যান্টিভাইরাল করোনা পিলের জেনেরিক সংস্করণের প্রাপ্যতার নিশ্চিয়তা বাড়াতে ১২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে সংস্থাটি।