অনলাইন ডেস্ক
ধনী দশেগুলোকে চলতি বছররে শষে র্পযন্ত করোনা টকিার বুস্টার ডোজ দয়ো স্থগতি রাখার আহ্বান জানয়িছেে বশ্বি স্বাস্থ্য সংস্থা। বুধবার নয়িমতি ব্রফিংিয়ে এই আহ্বান জানান বশ্বি স্বাস্থ্য সংস্থার প্রধান তদেরোস আধানম গব্রেয়িসোস। আল-জাজরিার এক প্রতবিদেনে এমনটি বলা হয়। এসময় তনিি বলনে, দরদ্রি দশেগুলোকে শত কোটি ডোজ টকিা দয়োর প্রতশ্রিুতি দলিওে ধনী দশেগুলো এর ১৫ শতাংশরেও কম ডোজ পাঠয়িছে।ে এর আগে সপ্টেম্বের র্পযন্ত স্থগতি রাখতে বললওে দরদ্রি দশেগুলোতে র্পযাপ্ত টকিা না থাকায় চলতি বছরজুড়ইে বুস্টার ডোজ না দয়োর আহবান জানান তনি।ি সপ্টেম্বের মাসে প্রত্যকে দশেরে অন্তত ১০ শতাংশ নাগরকি আর চলতি বছরে অন্তত ৪০ শতাংশ মানুষরে টকিা নশ্চিতিরে লক্ষ্য নয়িছেে বশ্বি স্বাস্থ্য সংস্থা। ধনী দশেগুলোর ব্যবহাররে পর অবশষ্টি ডোজ নয়িইে দরদ্রি দশেগুলো সন্তুষ্ট থাকব,ে টকিার সরবরাহ নয়িন্ত্রণকারীদরে এমন মনোভাবরে নন্দিা জানান বশ্বি স্বাস্থ্য সংস্থার প্রধান। সর্ম্পূণ সুস্থ মানুষদরে ব্যাপক হারে বুস্টারডোজ দয়োরও সমালোচনা করনে তনি।ি
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম