August 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 1st, 2025, 10:31 pm

বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত,

কামরুল ইসলাম বাবু,

 

শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল ক্বিরাত।  শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও

ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে।

 

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতি বছরের ন্যায় এ বছর সামার হলিডেতে

ব্রিটেনের ৬৩ কেন্দ্রে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ  উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

এই ধারাবাহিকতায় বৃটেনের  কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ এন্ড ইসলামি শিক্ষা প্রাতিষ্ঠানে

৩১ শে জুলাই  শাখার নাজিম ও প্রধান ক্বারী, মসজিদের খতীব  মাওলানা আব্দুল মুক্তাদির এর মশক্ব প্রদান, ও আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর দোয়ার মাধ্যমে প্রথম দারসের সূচনা করা হয়েছে।

উদ্বোধনী দারসে শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের টাষ্টি, ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জালালিয়া মসজিদ এন্ড ইসলামি শিক্ষা প্রাতিষ্ঠানের সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া,

জালালিয়া মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা জালাল উদ্দিন,ক্বারী মোজাম্মেল আলী,

কমিউনিটি সংগঠক আব্দুল মালিক, ক্বারী মোশতাকুর রহমান মাছুম,ও  ক্বারী রাশেদ আহমদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আগামী ২৪  আগষ্ট রোববার  এওয়ার্ড  প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করে বক্তারা আসন্ন এই মহতি পোগ্রামকে  সফল করতে দারুল ক্বিরাতের পক্ষ থেকে  মসজিদ কমিটি,ও কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন।

বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ  উদ্বোধনী  অনুষ্ঠানে

শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের টাষ্টি, ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, বলেন-হযরত আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) কোরআনের খেদমতে তাঁর জীবন উৎসর্গ করেছেন । তিনি কোরআন শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রতিষ্ঠা করেন , যা বর্তমানে আন্তর্জাতিক প্রতিষ্টানে পরিণত হয়েছে । এই ট্রাস্টের মাধ্যমে বিশ্বব্যাপী কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে

দারুল ক্বিরাত কার্ডিফ শাখার নাজিম ও প্রধান ক্বারী, মসজিদের খতীব  মাওলানা আব্দুল মুক্তাদির বলেন

ফুলতলী ছাহেব কেবলার এই খেদমত আজও লক্ষ লক্ষ মানুষের জন্য আলোকবর্তিকা হিসাবে কাজ করছে। এই খেদমত যদিও প্রথমে বাংলাদেশে শুরু হয়েছিল আজ ইউরোপ,  আমেরিকা লন্ডন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই পবিত্র কুরআন শরীফের খেদমত হচ্ছে।

আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেন

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে  বিশ্বময় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীরা পবিত্র কুরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করছে।

আনজুমানে আল ইসলাহর কার্ডিফ শাখার  সেক্রেটারি ও  কার্ডিফ অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী বলেন দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত কোর্সের মাধ্যমে বিশুদ্ধ কুরআন শিক্ষা পাঠদান চলে আসছে। ইতিমধ্যে কিছু সংখ্যক ক্বারী হয়েছেন এবং বহু শিক্ষার্থী শুদ্ধ ভাবে কুরআন শরীফ তেলাওয়াত শিখেছেন।

এবছর জামাতে জামাতে সুরা থেকে জামাতে খামিস পর্যন্ত  খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ  এটা আমাদের কার্ডিফ বাসীর জন্য খুবই খুশির সংবাদ বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

কামরুল ইসলাম বাবু,

কার্ডিফ, ওয়েলস, ইউকে,