January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 7th, 2023, 9:09 pm

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

অনলাইন ডেস্ক :

আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা আগেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা। সময়ের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা আগেভাগে শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি। প্রথম সেশন পুরোপুরি বৃষ্টির পেটে যায়। দ্বিতীয় সেশনের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকার পর বেলা ১-৫৫ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার নতুন দিন শুরু হবে সকাল সোয়া ৯টায়।

বুধবার প্রথম দিনের খেলা পুরো দিনজুড়ে চলেছিল স্পিনারদের রাজত্ব। ১৫ উইকেটের মধ্যে ১৩টি পান তারা। বাংলাদেশ শেষ সেশনের শুরুতে ১৭২ রানে অলআউট হয়। জবাবে ব্ল্যাকক্যাপরা ৫ উইকেট হারায় ৪৬ রানে। মুশফিকুর রহিম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হওয়ার পর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দেন ৫ উইকেট নিয়ে। দিন শেষে নিউজিল্যান্ড করেছে ৫৫ রান। মিরাজ তিনটি উইকেট নেন, বাকি দুটি পান তাইজুল।

দ্বিতীয় দিন শেষে, সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড- প্রথম ইনিংসে ১২.৪ ওভারে ৫৫/৫ (মিচেল ১২*, ফিলিপস ৫*, ব্লান্ডেল ০, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, ল্যাথাম ৪, কনওয়ে ১১); নিউজিল্যান্ড ১১৭ রানে পিছিয়ে।

বাংলাদেশ- প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে ১৭২/১০ (নাঈম ১৩*, শরিফুল ১০, তাইজুল ৬, মিরাজ ২০, সোহান ৭, দীপু ৩১, মুশফিক ৩৫, শান্ত ৯, মুমিনুল ৫, জয় ১৪, জাকির ৮)।