অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে ছিল ভারতীয় দল। কিন্তু হার্দিক পা-ের দল মাঠেই নামতে পারল না। বৃষ্টির কারণে ভেস্তে গেল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। হতাশা নিয়েই ওয়েলিংটনের স্টেডিয়াম ছেড়েছে দুই দল। আগে থেকেই ম্যাচের দিন পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এমনকি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায়নি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এ সিরিজ থেকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারত। এই সিরিজে চারটি উইকেট তুলে নিতে পারলেই এক বছরে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে